Monday, December 18, 2017

বিজয়ের ভাবনা -16Dec 2K17

বিজয়ের ভাবনা -16Dec 2K17 মু.নুরুল ইসলাম (আদম)

বিজয়ের ৪৬তম বছর অতিবাহিত হওয়ার পরেও আজও কেন বাংলাদেশের সবুজ ভূখন্ডে ক্ষুধা,দারিদ্র,অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ, নিপীড়ন, খুন, ঘুম, রাহাজানি,ও দ্রব্যমূল্যের উর্ধগতি, জনজীবনের নিত্যসঙ্গী!? তার একটি মাত্র কারন ১৯৭১সালের পর আমাদের রাজনীতিতে দক্ষ,সচেতন,আদর্শিক,ও দেশ প্রেমিক, মেধাবীদের ক্ষমতার মসনদে বসতে না দেওয়া! আমরা জানি, জনগণই হল সকল ক্ষমতার উৎস।কিন্তু এই জনগণ আজ ঘুমিয়ে আছে বলে সবুজের বুকে লাল বৃত্তের পতাকাতে হানা দিয়েছে ভীনদেশী তস্কররা! ১৯৭১এর পরবর্তী সময় ৭৭ এর ফেব্রুয়ারিতে জাতি-বর্ণের বিভেদ ভূলে সচেতন মেধাবী ছাত্র সমাজ ৬জন টগবগে তরুণকে নিয়ে যে,মমতার সেতুবন্ধন তৈরী করেছিল,এ বন্ধন অটুট থাকলে সব সংকটে -দুর্বিপাকে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আগামীর সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন তরুন প্রজন্মের মেধাবীদের আদর্শীক রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ করে আবেগ ও বিবেকের ঐক্যদ্ধ প্রত্যয় ও প্র‍্যায়াশ। তাই আপনাদেরকে বলতে চাই আসুন, আর দেরী না করে যার যেটুকু শক্তি সামর্থ আছে তাই নিয়ে এ প্রয়াসে শামিল হওয়ার জন্য ছুটে যাই প্রেম ও পবিত্রতার নিশান উড়িয়ে। নিরব দর্শক না থেকে কঠিন বিপর্যয় হতে জাতিকে রক্ষা করার জন্য আপন অস্তিত্বের তাগিদেই সোচ্চার হই সত্যের স্বপক্ষে