Monday, January 21, 2019

12 Years Challenge

দেখলাম সবাই ফেইসবুকে ১০ বছরের চ্যালেঞ্জ Upload দিচ্ছে সেই ধারাবাহিকতায় আমিও, কিন্তু আমি দিলাম একযুগ বা বারো (১২) বৎসর!

#12yearsChallenge !!!

 

"কি হয়ে কোত্থেকে শুরু হল সেটা খুব বড় কিছু না,

কি করে নিজেকে তৈরী করলে সেটা বড় কিছু। "


মনে হচ্ছে জীবনের অনেক পথ পাড়ি দিয়েছি। অনেক কিছু মেনে নিয়েছি বা মেনে নিতে বাধ্য হয়েছি। সুখেরা বা খুশিরা প্রতিনিয়ত আমার পেছন পেছন ছুটছে কিন্তু আমি এটাকে এড়িয়ে চলছি এখনো,নিজের সুখগুলো বিলিয়ে দিয়েছি অন্যের মাঝে, বিশেষ করে আমার নিজের সমাজে,এবং College, University তে অধ্যায়নরত অবস্থায় অন্যায়,অভিচারের বিরুদ্ধে  প্রতিবাদে নিজ কন্ঠকে উচ্চ করতে গিয়ে মানুষের ভালোবাসার পাশাপাশি অনেক কস্ট সয়ে নিয়েছি But  হতাশ হয়নি। তবে এগুলো থেকে শিক্ষা নিয়েছি-


পৃথিবীটা অনেক সুন্দর তবে যন্ত্রনাগুলো নিদারুন।ভালোবাসা গুলো স্বার্থের জালে আবদ্ধ,আইনগুলো সবার জন্য সমান না,নীতি কথাগুলো শুধু জানানোর জন্য বলা হয়,আর বেশী করা হয় অভিনয় শুধু মানুষকে দেখানোর জন্য!। 

তাই সিদ্ধান্ত নিতে হবে ঘুরে দাড়াবার, সিদ্ধান্ত নিতে হবে অবিচল হওয়ার, সিদ্ধান্ত নিতে হবে প্রতিবাদ করার। আর নয় মুখ লুকিয়ে চোখের অশ্রু বিসর্জন, আর নয় অন্যায় অত্যাচার সয়ে যন্ত্রনার সাগরে তর্জ-গর্জন।

So, fix your life, fix your target, fix your destination, just plan yourself!

Friday, January 11, 2019

বিদায়- ২০১৮

ফিরে দেখা-2k18

পাওয়া,নাপাওয়া,হাসি,কান্না, মান,অভিমান,ভূল সিদ্ধান্ত,যোজন, বিয়োজন, সফলতার অর্ধেক এ বছরটিকে ঘিরে। 

সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি: - মহান রবের যিনি আরো একটি নতুন সূর্যদ্বয় দেখার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ! 

কৃতজ্ঞতা প্রকাশ করছি: - সকলের প্রতি,বিশেষ করে আমার স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সন্মানিত শিক্ষকগন সহ  যারা inbox এ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এবং আপনাদের ভালোবাসার বহি:প্রকাশ আমার টাইম লাইনে যুক্ত করেছেন। 

দু :খ প্রকাশ করছি: - তাদের প্রতি যাদের SMS কিংবা টাইম লাইনে করা পোস্ট এর উত্তর দিতে পারিনি। 

যা হারিয়েছি: -

১। প্রিয় স্বদেশর মাটি ও মানুষের গন্ধ।

২। প্রানের প্রিয় কাফেলার ৮ বৎসরের পরিসমাপ্তি।

৩। বাংলাদেশে প্রায় ১৬ বছরের ছাত্রত্বের ইতি।

৪। মায়ের সাথে সরাসরি সাক্ষাৎ এর সুযোগ।

যা পেয়েছি: -

১। দেশের বাহিরে প্রথম আনন্দ ভ্রমণ। (ভারত সফর)

২। বিদেশের মাটিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ। 

৩। প্রতিকুল পরিবেশ,ও দুষনমুক্ত আবহাওয়া।

৪। হালাল কর্ম সংস্থানের ব্যাবস্থা । 

২০১৮ কে ঘিরে কিছু  সমস্যা ও সম্ভাবনার মুখামুখি হতে হয়েছে নিন্মে এর শিরোনাম গুলো তুলে ধরলাম।

সমস্যা: -

১। মেজাজের ভারসাম্য রক্ষা করতে না পারা। 

২। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা।

৩। মানুষকে অন্ধ বিশ্বাশ করে প্রতারণার শিকার হওয়া।

৪। বিবেকের চেয়ে আবেগকে বেশী মূল্য দিয়ে নিজ বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া।

সম্ভাবনা: -

১। নিজের ক্যারিয়ারকে আরোবেশী  Developed করার জন্য বছরের প্রথম ৬ মাস আবহেলায় না কাটিয়ে সঠিকভাবে কাজে লাগানোর যথেস্ট সুযোগ ছিল।

২। সঠিক সিদ্ধান্ত নেওয়ারমত হাতে পর্যাপ্ত সময় ছিল।

৩। বাংলাদেশের মাটিতেও ভালো কিছু করার সুযোগ ছিল।

২০১৮সালের বড় শিক্ষা: -

 "কয়লা ধুলে ময়লা যায়না "

গত হয়ে যাওয়া ২০১৮ সালের  সকল সমস্যাগুলোকে সম্ভাবনায় রুপ দিয়ে সামনে অগ্রসর হতে পারলে ২০১৯ হবে সাফলতার একটি মাইল ফলক ইনশাআল্লাহ!

সকলের কাছে দোয়ার দরখাস্ত।

মহান আল্লাহ আপনাদের ভালোবাসাগুলো কবুল করুক তার দ্বীনের জন্য।

 বি.দ্রঃ -

জন্মদিন উপলক্ষে প্রতিবারের মত এবার ও প্রায় একবছর pending এ থাকা সকল  Request গুলো Accept করে দিলাম আশা করছি প্রয়োজন ছাড়া কেউ  বিরক্ত করবেন না!