দেখলাম সবাই ফেইসবুকে ১০ বছরের চ্যালেঞ্জ Upload দিচ্ছে সেই ধারাবাহিকতায় আমিও, কিন্তু আমি দিলাম একযুগ বা বারো (১২) বৎসর!
#12yearsChallenge !!!
"কি হয়ে কোত্থেকে শুরু হল সেটা খুব বড় কিছু না,
কি করে নিজেকে তৈরী করলে সেটা বড় কিছু। "
মনে হচ্ছে জীবনের অনেক পথ পাড়ি দিয়েছি। অনেক কিছু মেনে নিয়েছি বা মেনে নিতে বাধ্য হয়েছি। সুখেরা বা খুশিরা প্রতিনিয়ত আমার পেছন পেছন ছুটছে কিন্তু আমি এটাকে এড়িয়ে চলছি এখনো,নিজের সুখগুলো বিলিয়ে দিয়েছি অন্যের মাঝে, বিশেষ করে আমার নিজের সমাজে,এবং College, University তে অধ্যায়নরত অবস্থায় অন্যায়,অভিচারের বিরুদ্ধে প্রতিবাদে নিজ কন্ঠকে উচ্চ করতে গিয়ে মানুষের ভালোবাসার পাশাপাশি অনেক কস্ট সয়ে নিয়েছি But হতাশ হয়নি। তবে এগুলো থেকে শিক্ষা নিয়েছি-
পৃথিবীটা অনেক সুন্দর তবে যন্ত্রনাগুলো নিদারুন।ভালোবাসা গুলো স্বার্থের জালে আবদ্ধ,আইনগুলো সবার জন্য সমান না,নীতি কথাগুলো শুধু জানানোর জন্য বলা হয়,আর বেশী করা হয় অভিনয় শুধু মানুষকে দেখানোর জন্য!।
তাই সিদ্ধান্ত নিতে হবে ঘুরে দাড়াবার, সিদ্ধান্ত নিতে হবে অবিচল হওয়ার, সিদ্ধান্ত নিতে হবে প্রতিবাদ করার। আর নয় মুখ লুকিয়ে চোখের অশ্রু বিসর্জন, আর নয় অন্যায় অত্যাচার সয়ে যন্ত্রনার সাগরে তর্জ-গর্জন।
So, fix your life, fix your target, fix your destination, just plan yourself!
No comments:
Post a Comment