![]() |
Pic: Own House |
আজ কয়েকদিন ওদের মমতাময়ী "মা"খানিকটা অসুস্থ!
দুজনিই মাকে খুব বিরক্ত করে খাবার নিয়ে, গোসল নিয়ে একটু পর পর আবার দুভাইবোনের জগরা করে "মা"নিজের শারিরিক মানসিক সব দু:খ কস্ট ত্যাগ করে বাচ্ছাদের মুখে হাসি ফুটাতে নিরবে নিভ্রিতে কাদে!বাচ্চারা কাছে ছলে এলে দ্রুত ছোখের জল মুছে হাসি মুখে ওদের নরম তুলতুলে গালে চুমু খেয়ে বলে বাবা যাও বাহিরে গিয়ে খেলা কর।
গত কয়েকদিন ওদের মা ডা: এর পরামর্শ অনুযায়ী পূর্ণাজ্ঞ রেস্ট হিসাবে বিশ্রাম কে বেছে নিয়েছে।
গত কাল থেকে আরাফাতের প্রচন্ড জর!কিন্তু এ অবুঝ শিশুটি কি করে বুজবে যে,তার মমতাময়ী মা ওর চেয়ে আরো বেশি অসুস্থ!তারপরও মা নিজের কস্টকে কস্ট না ভেবে পরম মায়া ও স্নেহের জলে ভেসে প্রিয় পুত্রকে শরীর মুছে দিয়ে মাথায় জল পট্রি দিয়ে শুয়ে রেখেছেন।মাথায় পানি দেওয়ার জন্য সবকিছু রেডি করে রেখেছেন! But অনেক ক্লান্ত অসুস্থ মায়ের চোখে কখন জানি ঘুম চলে এলো!
মেয়েটা বার বার বিরক্ত করছিল মাকে খাবারের জন্য,
তখন মা খুব নরম শুরে বলল আম্মু দেখনা ভাইয়া অসুস্থ!
মেয়েটা বাহিরে চলে গেল খেলা করতে একটু পরে বাহির থেকে এসে দেখে মা ঘুমাচ্ছে,আর ভাই শুয়ে শুয়ে কান্না করছে! এই অবুঝ সামিয়াটা বুজল কি করে যে ওদের মাকে এখন ডিস্টাব করা যাবেনা, মা অসুস্থ?
তখনি হাতে মগ নিয়ে ভাইয়ের মাথায় পানি ঢালা শুরু করল,
ছবিতে আরাফাতের হাসি দেখে কারো বুজতে কস্ট হওয়ার কথা না যে, সে তার বোনের ওপর কতটা সন্তুস্ট!
হে আল্লাহ আপনি আরাফাত সামিয়াকে সবসময় সুস্থ রাখেন!
ওদের মাকে আরো বেশি সুস্থ রাখেন যাতে করে ওদের আরো বেশি যত্ন নিতে পারে।
পরিশেষে বলতে চায় ওদের বাবাসহ সবার ভালোবাসাগুলো কবুল করে নাও!
No comments:
Post a Comment