Saturday, June 27, 2020

ব্যতিক্রম এক কোয়ারেন্টাইন

(Aa)। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ!
মানুষের সময় অতিবাহিত হয়, নির্ধারিত সময়ও শেষ হয় পৃথিবীর কোনো এক প্রান্তে।
.....................................................................................
শুধু একটা #Confirmation_Letter এর জন্য আমার একশত ষোল দিন অতিক্রান্ত হলো আজ।

(Bb)। #Covid-19 Virus, #Scabies, #Lockdown এসবের অজুহাতে UN এর Law ভেঙ্গে Cyprus এর ministry of interior থেকে দক্ষিন এশিয়া মহাদেশের Asylums Sekker দের প্রতি যে এক অমানবিক অত্যাচার করা হয়েছে তার প্রত্যক্ষদর্শী ছিলাম আমিসহ ১১৬ জন বাংলাদেশী।

(Cc)। এই পথ চলতে গিয়ে প্রতিনিয়ত - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, নাইজেরিয়া, গিনি, কংগো, কেমেরুন, জর্ডান, ফিলিস্তিন, সোমালিয়া,সিরিয়াসহ অন্তত ১২-১৪টি দেশের প্রায় ৯০০জন Migrants দের সাথে কখনো খাবারের লাইনে, কখনো Place of worship for Muslims, কখননো Christian places of worship, আবার কখনোবা খেলার মাঠে, দেখা হত।
আলাদা ধর্ম,বর্ণ,এবং ভিন্ন ভাষাভাষী হওয়াতে এখানকার Admin Staffদের পক্ষে সবাইকে কন্ট্রোল করা যখন অসম্ভব হয়ে পড়ে, তখন তারা সিদ্ধান্ত নিল প্রত্যেক Nationality থেকে একজন করে Representatives নির্বাচন করবে, যেমন কথা তেমন কাজ হল, সেদিন বাংলাদেশ থেকে সকলের সম্যতিতে আমারমত অযোগ্যকে তারা Representative হিসেবে বাচায় করল।

(Dd)। আমিও 🇧🇩 বাংলাদেশীদের সকলের মনের কথা, চাওয়া-পাওয়া গুলো Authority দের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেস্টা চালিয়েছি, 21 may- 2k20 তারিখ থেকে পুরোপুরি Lockdown শেষ হওয়ার পর Honorable Ministry of Interior এর ঘোষণা প্রতিদিন প্রত্যেক ন্যাশনালিটি থেকে ১০ জন করে রিলিজ প্রক্রিয়া শুরু করবে বলে The Cyprus Mail. com কে জানিয়েছেন। এর পর থেকে তাদের রিলিজ প্রক্রিয়া শুরু হল ঠিকই, কিন্তু দক্ষিণ এশিয়ার কোন Asylum Sekker এর আওতাভুক্ত ছিলনা।

(Ee)। 8 June সকলের পরামর্শের ভিত্তিতে আমরা একটি শান্তিপূর্ন strike করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ৯ জুন রাতে 2 Hours এর একটা প্রোগ্রামে বাংলাদেশীদের থেকে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে তাদেরকে আন্দোলনের সময় 72 Hours,ধরন Hunger Strike, নির্দেশনা দেওয়া হল। Strike মুলত সকাল ৮.০০ থেকে শুরু হলেও আমার লিখিত অভিযোগ এবং মানবিক প্রশ্নগুলো স্বরাস্ট্র মন্ত্রনালয় পর্যন্ত পৌঁছাতে বেলা ১১.০০টা বেজে গেল।
.....................................................................................
আলহামদুলিল্লাহ ! মাত্র ৯ ঘন্টার মধ্যেই আমাদের
যৌক্তিক দাবীগুলো মেনে নিতে বাধ্য হয়েছে ওরা। ১১ জুন থেকে দক্ষিন এশিয়ার আওতাভুক্ত সকলকেই ক্রমান্বয়ে রিলিজ দেওয়া শুরু করেছে।

(Ff)। ধন্যবাদ জানাতে চাই সুজন ভাই, শাহিন ভাই, আনোয়ার ভাই, আকাশ,বাপ্পি,নিজাম,আশিক ,রনি,রায়হানসহ যারা সিক্রেট-২০তে কাজ করে আন্দোলনটাকে সফল করেছন।
.....................................................................................
শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় আজহার ভাইয়ের তীক্ষ্ণ বুদ্ধিমত্তাকে,সাধুবাদ জানাই রিমন ভাইয়ের ধৈর্যশীল আচরণকে, সার্বিকসহযোগিতার জন্য কৃতজ্ঞ আলম ভাই,মাহবুব ভাই, বুলবুল ভাইদের প্রতি।
সকলের আনুগত্যশীল আচরণ দেখে মহান আল্লাহ তায়ালার কাছে নিজের অযোগ্যতা স্বীকার করে আপনাদের জন্য দোয়া করতাম।
.....................................................................................
আপনাদের মাঝে বিশ্বস্ততা,আন্তরিকতা, মায়া-মমতা, সফলতা, এ বিষয়গুলো স্থাপন করতে গিয়ে প্রতিনিয়ত আমার অবিভাবক সুলভ আচরণে যদি কেউ মনে কস্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন! বড়দের যতটুকু সম্মান করা দরকার ছিল, আর ছোটদের যতটুকু আদর, স্নেহ, ভালোবাসার প্রয়োজন ছিল তার সবটুকু আবেগ এবং বিবেকের সমন্নয় করে যুক্তির দাড়িপাল্লা দিয়ে মেপে মায়াভরা স্পর্শের শীতল পরশ দিয়েছি।
তারপরও -
ত্রুটি-বিচ্যুতি থেকে আপনাদের কাছে নিষ্কৃতি চাই, ভালোর জন্য চাই দোয়া। আপনাদের দোয়াই হোক আমার সম্মুখ প্রানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

(Gg)। পাশাপাশি দুটো কথা। অধিকার আদায়ের সংগ্রামে, সুখে-দুঃখে একত্রে থাকবার আপ্রাণ চেষ্টা করবো, এইখানে কোনো নিষ্কৃতি নেই। বরং সময়ের প্রয়োজনে পৃথিবীর অন্য কোন প্রান্তে আরও বেশি সক্রিয় হব, ইনশা আল্লাহ।
....................................................…..............................
Note: কর্ম ব্যস্ততার মাঝে যদি কখনো অবসর মিলে তাহলে #The_Camp_Life নামে গল্প- আকারে সুন্দর একটি বই লিখতে চেষ্টা করবো, ইনশা আল্লাহ! তখন আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে,আশা করছি পাশে থাকবেন।
Thank you so much Everyone for your Love & Support.