ফিরে দেখা-2k18
পাওয়া,নাপাওয়া,হাসি,কান্না, মান,অভিমান,ভূল সিদ্ধান্ত,যোজন, বিয়োজন, সফলতার অর্ধেক এ বছরটিকে ঘিরে।
সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি: - মহান রবের যিনি আরো একটি নতুন সূর্যদ্বয় দেখার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ!
কৃতজ্ঞতা প্রকাশ করছি: - সকলের প্রতি,বিশেষ করে আমার স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সন্মানিত শিক্ষকগন সহ যারা inbox এ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এবং আপনাদের ভালোবাসার বহি:প্রকাশ আমার টাইম লাইনে যুক্ত করেছেন।
দু :খ প্রকাশ করছি: - তাদের প্রতি যাদের SMS কিংবা টাইম লাইনে করা পোস্ট এর উত্তর দিতে পারিনি।
যা হারিয়েছি: -
১। প্রিয় স্বদেশর মাটি ও মানুষের গন্ধ।
২। প্রানের প্রিয় কাফেলার ৮ বৎসরের পরিসমাপ্তি।
৩। বাংলাদেশে প্রায় ১৬ বছরের ছাত্রত্বের ইতি।
৪। মায়ের সাথে সরাসরি সাক্ষাৎ এর সুযোগ।
যা পেয়েছি: -
১। দেশের বাহিরে প্রথম আনন্দ ভ্রমণ। (ভারত সফর)
২। বিদেশের মাটিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ।
৩। প্রতিকুল পরিবেশ,ও দুষনমুক্ত আবহাওয়া।
৪। হালাল কর্ম সংস্থানের ব্যাবস্থা ।
২০১৮ কে ঘিরে কিছু সমস্যা ও সম্ভাবনার মুখামুখি হতে হয়েছে নিন্মে এর শিরোনাম গুলো তুলে ধরলাম।
সমস্যা: -
১। মেজাজের ভারসাম্য রক্ষা করতে না পারা।
২। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা।
৩। মানুষকে অন্ধ বিশ্বাশ করে প্রতারণার শিকার হওয়া।
৪। বিবেকের চেয়ে আবেগকে বেশী মূল্য দিয়ে নিজ বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া।
সম্ভাবনা: -
১। নিজের ক্যারিয়ারকে আরোবেশী Developed করার জন্য বছরের প্রথম ৬ মাস আবহেলায় না কাটিয়ে সঠিকভাবে কাজে লাগানোর যথেস্ট সুযোগ ছিল।
২। সঠিক সিদ্ধান্ত নেওয়ারমত হাতে পর্যাপ্ত সময় ছিল।
৩। বাংলাদেশের মাটিতেও ভালো কিছু করার সুযোগ ছিল।
২০১৮সালের বড় শিক্ষা: -
"কয়লা ধুলে ময়লা যায়না "
গত হয়ে যাওয়া ২০১৮ সালের সকল সমস্যাগুলোকে সম্ভাবনায় রুপ দিয়ে সামনে অগ্রসর হতে পারলে ২০১৯ হবে সাফলতার একটি মাইল ফলক ইনশাআল্লাহ!
সকলের কাছে দোয়ার দরখাস্ত।
মহান আল্লাহ আপনাদের ভালোবাসাগুলো কবুল করুক তার দ্বীনের জন্য।
বি.দ্রঃ -
জন্মদিন উপলক্ষে প্রতিবারের মত এবার ও প্রায় একবছর pending এ থাকা সকল Request গুলো Accept করে দিলাম আশা করছি প্রয়োজন ছাড়া কেউ বিরক্ত করবেন না!
No comments:
Post a Comment