মুফতি মাহমুদুল হাসান গুনবিকে খুজে বের করতে হলে দেশের সকল জনগকে ঐক্যবদ্ধ হয়ে ওনার সন্ধানের দাবিতে রাজপথে কঠোর কর্মসুচি দিতে হবে।
প্রয়োজনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে হবে!
কারন এখনো অনেকে জানেন না, বাংলাদেশের সকল সিদ্ধান্ত পরিচালিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা Raw এর DIVIDE & RULE পদ্ধতির মাধ্যমে।
আবাক হওয়ার কিছুই নেই বর্তমান বাংলাদেশের বিরোধী শক্তিকে কারাগারে এবং প্রধানমন্ত্রীকে গণভবনে বন্ধি রেখে ভারতীয় Raw বাহিনী মুসলমানদেরকে ধংশের যে মিশন হাতে নিয়েছে, তার প্রমান একে একে আলেম-ওলামাদের খুন,গুম,গ্রেপ্তার প্রক্রিয়ার মাধ্যমে চালানো হচ্ছে। তাই এটি জাতির কাছে দিবালোকের ন্যায় পরিস্কার!
যেহেতু বর্তমান আওয়ামী সরকারকে ভারতীয় গোয়েন্দা বাহিনী তাদের নিরাপদ স্থান মনে করে, সেহেতু এই ভোট চোর সরকারকে গদি থেকে নামাবার প্রচেষ্টা চালালে গুম হওয়া দেশের সকল নাগরিক এবং কারা নির্যাতিত সকল বন্ধিদের মুক্তি মিলবে।
অন্যথায় আজ আমি,কাল আপনি,পরশু অমুক,তরশু তমুক,এভাবে খুন,গুম,ও গ্রেফতারের মিছিল চলমান থাকবে!।
মু. নুরুল ইসলাম আদম || সাইফ্রাস থেকে
তের-১৩ | সাত-৭ | একুশ-২১
#সন্ধান_চাই_মাহমুদুলহাসানগুনবী
#freemahmudulhasangunobi
#সন্ধান_চাই
#মাহমুদুল_হাসান_গুনবী
#মাহমুদুল_হাসান_গুনবীর_সন্ধান_চাই
#mahamudul_hasan_guhnobi_missing
No comments:
Post a Comment